সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বশেমুরকৃবির এমএস ও পিএইচডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন      

গাজীপুর প্রতিনিধি

বশেমুরকৃবির এমএস ও পিএইচডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন      

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত এমএস (মাস্টার অব সায়েন্স) এবং পিএইচডি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন  বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে রোববার (২ জুন) অনুষ্ঠিত হয়েছে। 

পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সত্য রঞ্জন সাহার সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। 

তিনি বলেন, এমএস ও পিএইচডিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি  শিক্ষার্থীদের জীবন পরিবর্তনের জন্য একটি মানসম্মত প্রকাশনা খুবই গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় গবেষণায় এক উজ্জ্বল সমাহার। যে কোন প্রয়োজনে এ বিশ্ববিদ্যালয় উপস্থিত শিক্ষার্থীদের অপার হয়ে স্বাগত জানাবে বলে তিনি আশ্বস্ত করেন। 

তবে বশেমুরকৃবির একাডেমিক ক্যালেন্ডার গুরুত্বের সঙ্গে অনুসরণ না করলে পরবর্তীতে ভুগতে হবে বলেও তিনি সতর্ক করেন। শিক্ষার্থীদের গুণগত উৎকৃষ্টের স্ফুরণ ঘটাতে জাপান, কানাডা, চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নানামুখী চুক্তি ও স্বারক সম্পাদনার বিষয়টিও ভাইস-চ্যান্সেলর তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

টিএইচ